মাদ্রাসা শিক্ষার্থীদের পেটানোয় শিক্ষকসহ ৪ জন কারাগারে
কুমিল্লার বুড়িচংয়ে একটি মাদ্রাসায় চুরির অভিযোগে প্রায় ৩০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় মাদ্রাসাটির সভাপতি, শিক্ষকসহ চার জনকে কারাগারে পাঠানো হয়েছে।
এক প্যাকেট চানাচুর চুরির অভিযোগে সোমবার সন্ধ্যায় শংকুচাইল আশরাফুল উলুম হাফেজিয়া নুরানীয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের নির্মমভাবে প্রহারের ঘটনাটি ঘটে।
বুড়িচং থানার ওসি বলেন, ‘সোমবার রাতে অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।’
অভিযুক্তরা হলেন— মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. বাদশা মিয়া (৭০), শিক্ষক মো. মোতালেব (৩৫), শিক্ষক মো. মিজানুর রহমান (৩৫) ও হাফেজ মো. সফিকুল ইসলাম।
এক শিক্ষার্থীর বাবার করা মামলার বিবরণ থেকে জানা যায়, মাদ্রাসার এক ছাত্রকে তার মা এক প্যাকেট চানাচুর কিনে দিয়েছিলেন। চানাচুরের প্যাকেটটি খুঁজে না পাওয়ার কথা সে তার মাকে ফোনে জানায়। পরে তার মা মাদ্রাসার সভাপতি ও শিক্ষকদের এ কথা জানান।
সেদিন সন্ধ্যায় মাদ্রাসার সভাপতি ও শিক্ষকরা চুরির অভিযোগে ৫০-৬০ জন ছাত্রকে আধা ঘণ্টা ধরে শাস্তি দেন। এতে ২০-২৫ জন অসুস্থ হয়ে পড়ে।
এক পর্যায়ে স্থানীয় লোকজন মাদ্রাসাটি ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে মাদ্রাসার সভাপতিসহ চার শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
Comments