এইচএসসি পরীক্ষার ফি এর কিছু অংশ ফেরত পাবে শিক্ষার্থীরা
এ বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায়, পরীক্ষার ফি এর কিছু অংশ শিক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যেহেতু এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না, সেজন্য আমরা ফর্ম ফিলাপ ফি এর কিছু অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ফি এর কতটুকু ফেরত দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু অংশ কত হবে তার হিসাব নিকাশ চলছে।’
অধ্যাপক জিয়াউল হক বলেন, ‘এ বছর উত্তরপত্র মূল্যায়ন হচ্ছে না। সে কারণে পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়ন ফি, ব্যবহারিক পরীক্ষার ফি এবং পরীক্ষা কেন্দ্রের খরচের একটা অংশ ব্যবহার হবে না। এগুলো আমরা ফেরত দিতে পারি।’
শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের জন্য ফি নির্ধারণ করা হয়েছিল আড়াই হাজার টাকা। আর, মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ছিল ১৯৪০ টাকা।
এর আগে, গত ৭ অক্টোবর এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে না বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভিন্ন পদ্ধতিতে জেএসসি এবং এসএসসির ফলাফল বিবেচনায় এনে মূল্যায়ন করে ডিসেম্বরের মধ্যে ফলাফল দেওয়া হবে বলে জানানো হয়।
Comments