চাটখিলে গৃহবধূ ধর্ষণ ও ভিডিও ধারণ: শরীফ ৪ দিনের রিমান্ডে
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার মজিবুর রহমান শরীফের (৩২) দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক্ষমতাপ্রাপ্ত) মোহাম্মদ সাঈদীন নাঁহী এ আদেশ দেন।
চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে আসামি মজিবুর রহমান শরীফকে ধর্ষণ মামলায় তিন দিন ও অস্ত্র মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
অস্ত্রের মুখে জিম্মি করে গতকাল ভোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগে শরীফকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। গতকাল দুপুরে নির্যাতনের শিকার ওই নারী চাটখিল থানায় ধর্ষণ মামলা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার শরীফের বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটটি মামলা আছে।’
মজিবুর রহমান শরীফের নোয়াখলা ইউনিয়ন যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ছিলেন। তবে, এ ঘটনার পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রাতে উপজেলা যুবলীগ আহবায়ক চাটখিল পৌরসভা মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী ও যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন মিল্টন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।
Comments