৬ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধার আমদানি-রপ্তানি কার্যক্রম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ছয় দিন বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২৩ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা ছয় দিন এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৯ অক্টোবর সকাল থেকে স্থলবন্দরের কার্যক্রম আবার শুরু হবে।
বন্ধের সময় কাস্টমসসহ অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও তিনি জানান।
Comments