আজ মেলোডি কিং আলম খানের জন্মদিন

অসংখ্য কালজয়ী গান সুর করেছেন আলম খান। সেই গানগুলো আজও মুগ্ধ করে শ্রোতাদের। প্রজন্ম থেকে প্রজন্মে মুখেমুখে ছড়িয়ে আছে সেসব গানের সুর। বাংলা গানের মেলোডি কিং বলা হয় এই জীবন্ত কিংবদন্তিকে।
আলম খান। ছবি: সংগৃহীত

অসংখ্য কালজয়ী গান সুর করেছেন আলম খান। সেই গানগুলো আজও মুগ্ধ করে শ্রোতাদের। প্রজন্ম থেকে প্রজন্মে মুখেমুখে ছড়িয়ে আছে সেসব গানের সুর। বাংলা গানের মেলোডি কিং বলা হয় এই জীবন্ত কিংবদন্তিকে।

তার সুরে ‘ওরে নীল দরিয়া’ থেকে শুরু করে ‘হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কি জাদু করিলা পিরিতি শিখাইলা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালবাসা চায়’ গানগুলো সৃষ্টি হয়েছে।

খ্যাতিমান সঙ্গীত পরিচালক, সুরকার আলম খানের ৭৬ তম জন্মদিন আজ।

১৯৪৪ সালের ২২ অক্টোবর সিরাজগঞ্জের বানিয়াগাথি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পপসম্রাট আজম খান তার ছোট ভাই। স্ত্রীর নাম গুলবানু। দুই ছেলে আরমান খান, আদনান খান এবং মেয়ে আনিকা খান।

১৯৭০ সালে খ্যাতিমান পরিচালক আবদুল জব্বার খানের ‘কাঁচ কাটা হীরে’ চলচ্চিত্রের মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেব আত্মপ্রকাশ করেন তিনি। বাংলা সিনেমার গানে অসামান্য অবদানের জন্য সাত বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।

আলম খানের সুরারোপিত অন্য শ্রোতাপ্রিয় গানগুলো হলো- ‘ভালোবেসে গেলাম শুধু’, ‘চাঁদের সাথে আমি দেবো না’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘তেল গেলে ফুরাইয়া’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘সাথীরে যেও না কখনো দূরে’, ‘কাল তো ছিলাম ভালো’, ‘চুমকি চলেছে একা পথে’।

Comments

The Daily Star  | English

Italy eyes long-term LNG supply deal with Bangladesh

Italian Ambassador to Bangladesh Enrico Nunziata has said his country is interested in a long-term agreement with Bangladesh to supply LNG.

37m ago