নকল ইউনানী ওষুধ তৈরির অপরাধে ৩ জনের কারাদণ্ড

রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় কারখানা স্থাপন করে নকল ইউনানী ওষুধ তৈরির অভিযোগে তিন জনকে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় কারখানা স্থাপন করে নকল ইউনানী ওষুধ তৈরির অভিযোগে তিন জনকে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র‌্যাব) এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, গতকাল কামারপাড়া এলাকায় ‘ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরি’ নামে নকল ইউনানী ওষুধ তৈরির কারখানায় অভিযান চলানো হয়। ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়াই কারখানাটি স্থাপন করা হয়েছিল। সেখানে নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের ইউনানী ওষুধ উৎপাদন ও মজুদ করা হতো। এসব নকল ওষুধ বাজারজাতও করা হচ্ছিল।

সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান প্রতিষ্ঠানের মালিক এস এম গোলাম সারোয়ারকে (৩৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই ব্যবস্থাপক অমিওময় নন্দীকে (৫২) তিন মাস ও আজিজুল হাকিমকে (৫০) এক মাসের কারাদণ্ড দেন। সেই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ওষুধ জব্দ করে ধ্বংস করা হয় বলে জানায় র‌্যাব।

Comments