মেসির নামে নতুন স্টেডিয়ামের নামকরণ চান পিকে
ফুটবল ক্লাব বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। দলটির সর্বোচ্চ গোলদাতা তিনি। সবচেয়ে বড় কথা মেসির যুগেই সর্বোচ্চ সাফল্য পেয়েছে ক্লাবটি। সে খেলোয়াড়ের নামে ক্লাবের নতুন স্টেডিয়ামের নামকরণ করা হোক বলে মনে করেন দলের আরেক সেরা তারকা জেরার্দ পিকে।
মেসি ক্লাব ছাড়তে চাওয়ার পর থেকে এই প্রথম তাকে নিয়ে কথা বললেন পিকে। মেসিসহ ক্লাবের সব কিংবদন্তিকে পর্যাপ্ত সম্মান দিতে বললেন তিনি। আর মেসির নামে স্টেডিয়ামই চাইলেন এ ডিফেন্ডার, 'নতুন স্টেডিয়ামটির নামকরণ তার নামে করা উচিত। আমাদের অবশ্যই অতীত ও বর্তমানের কিংবদন্তিদের ধরে রাখতে হবে এবং তাদের অসম্মানিত করা উচিত নয়। আমার এটাই মনে হয়। অবাক হয়ে যাই, পেপ (গার্দিঅলা), (কার্লোস) পুয়েল, জাভি (হার্নাদেজ) ও (ভিক্তর) ভালদেজরা আমাদের সঙ্গে নেই।'
অথচ চলতি মৌসুমের শুরুতে মেসির ক্লাব ছাড়তে চাওয়া নিয়ে কম নাটক হয়নি। ব্যুরোফ্যাক্স করে চলে যেতে চাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। কিন্তু ক্লাব সভাপতি জোসে মারিয়া বার্তোমেউ তাকে আটকে রাখেন রিলিজ ক্লজের বেড়াজালে ফেলে। মেসিকে তাই দল ছাড়তে হলে আইনের আশ্রয় নিতে হতো। কিন্তু প্রিয় ক্লাবকে কাঠগড়ায় তুলতে চাননি বলে থেকে গেছেন এ আর্জেন্টাইন।
তবে নিজে ক্লাবটির প্রেসিডেন্ট হলে ভিন্নভাবে তা নিয়ন্ত্রণ করতে পারতেন বলে মনে করেন পিকে, 'লিও নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য সে অনেক কিছুই অর্জন করেছে। যদি সে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত। মেসির ক্ষেত্রে যদি আমি প্রেসিডেন্ট হতাম, তাহলে আমি ভিন্নভাবে এটাকে নিয়ন্ত্রণ করতাম। আমি লিওনেলকে থেকে যেতে বলতাম।'
তবে মেসি চলে যেতে চাওয়ার সময়ে তার সঙ্গে খুব বেশি কথা বলেননি পিকে। তবে একটা বছর কষ্ট করে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। কারণ নির্বাচন হলে বার্তোমেউ আর থাকছেন না, এটাই ইঙ্গিত ছিল তার, 'সেই সময়ে আমি তার সঙ্গে অনেক আলোচনায় যাইনি কারণ আমি ভেবেছি এটি তার খুব ব্যক্তিগত সিদ্ধান্ত। শুধু একটা মেসেজ দিয়েছিলাম, একটা বছর, এরপর নতুন লোক আসছে।'
তবে সবমিলিয়ে মেসির এমনভাবে চলে যেতে চাওয়ার ব্যাপারটি মানতে পারছেন না এ ডিফেন্ডার, 'আমি নিজেকে জিজ্ঞাসা করি: ইতিহাসের সেরা খেলোয়াড়, যার সঙ্গে আমরা খেলতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করতে পারি, একদিন ঘুম থেকে জেগে উঠে একটি ব্যুরোফ্যাক্স পাঠাতে পারে কারণ সে মনে করেন যে বোর্ড তাঁর কথা শুনছে না? এসব খুবই বেদনাদায়ক, তবে আমি কেবল জানি যে লিও সব কিছুরই প্রাপ্য।'
Comments