হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব
হৃদরোগে আক্রান্ত হয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক ভারতীয় অধিনায়ক কপিল দেব। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে সাবেক ভারত অধিনায়কের। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এদিন কপিলের অসুস্থতার খবর মেলে সামাজিক মাধ্যম টুইটারে। প্রথম তার অসুস্থতার কথা জানান লীনা ঠাকুর নামক এক ক্রীড়া সাংবাদিক, 'কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের হার্ট অ্যাটাক হয়েছে। দিল্লির হাসপাতালে অ্যাঞ্জিওপ্লাস্টি করার জন্য তাকে ভর্তি করা হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করি।'
এরপরেই সাড়া পড়ে যায় ক্রীড়ামহলে। অবশ্য অনেক দিন থেকেই ডায়াবেটিস জনিত সমস্যার কারণে ভুগছিলেন কপিল। তবে তার পরিবার থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো কিছু বলা হয়নি।
১৯৮৩ সালে ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিল কপিলের নেতৃত্বেই। এক সময় টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ১৩১ টেস্টে ৪৩৪ উইকেট নিয়েছেন। পাশাপাশি রান করেছেন ৫২৪৮। ওয়ানডেতে ২২৫ ম্যাচে নিয়েছেন ২৫৩ উইকেট। আর একটি সেঞ্চুরিসহ ৩৭৮৩ রান করেছেন ভারতীয় কিংবদন্তি।
Comments