দ. এশিয়ায় পাহাড়ি ঢলের আগাম সতর্ক ব্যবস্থা চালু করল ভারত
দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার জন্য ফ্ল্যাশ ফ্লাড বা পাহাড়ি ঢলের আগাম সতর্ক ব্যবস্থা চালু করেছে ভারত। এখন থেকে এ ধরণের বন্যা বা ঢলের প্রায় ছয় ঘণ্টা আগেই সতর্কতামূলক নির্দেশনা পাওয়া যাবে।
গতকাল শুক্রবার ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) মহাপরিচালক ও বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ভারতের স্থায়ী প্রতিনিধি এম মহাপাত্রের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।
এম মহাপাত্র বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাস করতে এ ব্যবস্থায় এ ধরণের বন্যা বা ঢলের ছয় ঘণ্টা আগে ও সম্ভাবনার ২৪ ঘণ্টা আগে নির্দেশনা দেওয়া হবে।’
পাহাড়ি ঢল এ অঞ্চলের কিছু নির্দিষ্ট এলাকায় হয় এবং বৃষ্টিপাত ও ঢলের মধ্যে সাধারণত ছয় ঘণ্টারও কম সময় পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন দেশেরই এ ধরণের বন্যার সতর্কতা ব্যবস্থা নেই।
জীবন ও সম্পদের ওপর ফ্ল্যাশ ফ্লাডের বিপর্যয়মূলক প্রভাবের স্বীকৃতি দিয়ে ১৫তম ডব্লিউএমও কংগ্রেস পাহাড়ি ঢলের নির্দেশনা ব্যবস্থা প্রণয়নে প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেয়।
আইএমডি সম্প্রতি বর্ষা মৌসুমে এই সতর্কতা ব্যবস্থার প্রাক-পরিচালনা করে এর কার্যকারিতা পরীক্ষা করেছে। দক্ষিণ এশীয় অঞ্চলে বিভিন্ন দেশের হাইড্রোলজিক্যাল ও আবহাওয়া দপ্তরগুলোর জন্য পাহাড়ি ঢলের বুলেটিন জারি করা হয়।
গাণিতিক দক্ষতা, আবহাওয়ার সংখ্যাতাত্ত্বিক পূর্বাভাস, ভূমি, বাতাস ও শূন্যে বিস্তৃত পর্যবেক্ষণ নেটওয়ার্ক ও আন্তর্জাতিক মানসম্পন্ন আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থা বিবেচনায় আইএমডি’র সক্ষমতা অনেক উন্নততর।
রিজিওনাল সেন্টার অব সাউথ এশিয়া ফ্ল্যাশ ফ্লাড গাইডেন্স সিস্টেমের সমন্বয়, উন্নয়ন ও বাস্তবায়নের জন্য ভারতকে দায়িত্ব দিয়েছে ডব্লিউএমও।
গতকাল নয়াদিল্লিতে এই আগাম সতর্ক ব্যবস্থার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডব্লিউএমও’র বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির হাইড্রোলজিক্যাল অ্যাডভাইজার বিদ্যুৎ কুমার সাহা উপস্থিত ছিলেন।
Comments