মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশন এলাকায় ছুরিকাঘাতে রিপন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, হাসপাতাল থেকে সংবাদ পেয়েছি ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশন এলাকায় ছুরিকাঘাতে রিপন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, হাসপাতাল থেকে সংবাদ পেয়েছি ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি।

গতকাল রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বলেন, পারভীন নামে এক নারী রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে তিনি বিস্তারিত তথ্য জানাতে পারেননি। তিনি বলেন, মিরপুর ১১ নম্বর সেকশন বড় মসজিদের সামনে রিপনকে ছুরিকাঘাত করা হয়েছে। নিহত যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন আছে।

খবর পেয়ে রিপনের বড় ভাই একরামুল হক হাসপাতালে আসেন। তিনি জানান, রিপন কারওয়ানবাজার খ্রিষ্টানপাড়ায় বসবাস করতেন। সেখানে তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন। রিপন কেন মিরপুর গিয়েছিলেন সেটাও তিনি জানাতে পারেননি। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়, বাবার নাম আব্দুর রহমান।

Comments

The Daily Star  | English
Awami League Logo

EC denies AL permission for December 10 rally

Awami League has decided to hold a discussion on December 10 after the Election Commission (EC) refused to give permission for holding a rally

Now