২০৩০ সালের মধ্যে সড়কে ৫০ শতাংশ মৃত্যু হ্রাসে বিশ্ব ব্যাংক ও ব্র্যাকের চুক্তি

বাংলাদেশে সড়ক নিরাপত্তা উন্নয়নে সহযোগিতা এবং ২০৩০ সালের মধ্যে সড়কে ৫০ শতাংশ মৃত্যু কমিয়ে আনার জন্য সমঝোতা চুক্তি সই করেছে বিশ্ব ব্যাংক ও ব্র্যাক।
Magura Accident.jpg
মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ছবি: স্টার

বাংলাদেশে সড়ক নিরাপত্তা উন্নয়নে সহযোগিতা এবং ২০৩০ সালের মধ্যে সড়কে ৫০ শতাংশ মৃত্যু কমিয়ে আনার জন্য সমঝোতা চুক্তি সই করেছে বিশ্ব ব্যাংক ও ব্র্যাক।

আজ শনিবার অনলাইনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অংশগ্রহণের মধ্য দিয়ে এই চুক্তি সাক্ষর হয়।

বাংলাদেশে বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ বিদেশ বিষয়ক কর্মকর্তা মেহেরিন আহমেদ মাহবুব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘সড়ক নিরাপত্তা সহযোগিতা: ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫০ শতাংশ হ্রাস’ শীর্ষক অনুষ্ঠানে অংশীদারিত্বের অংশ হিসেবে যশোর-ঝিনাইদহ ৪৮ কিলোমিটার করিডোরে একটি সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান চালুর ঘোষণা দেওয়া হয়।

এটি বিশ্ব ব্যাংকের উইকেয়ার প্রকল্পের পরিপূরক হিসেবে চলতি বছরের জুনে অনুমোদিত হয় এবং এর লক্ষ্য ছিল ভোমরা-সাতক্ষীরা-নাভারন এবং যশোর-ঝিনাইদহে বিদ্যমান দুই লেনের মহাসড়ককে চার লেনে উন্নীত করা।

গণপরিবহনে নারীদের সুরক্ষার উন্নয়ন, নারীসহ সব চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে ব্র্যাক ও বিশ্ব ব্যাংক।

ব্র্যাকের ড্রাইভিং স্কুলের উদ্যোগ ‘চাকার পেছনের নারীরা’র মাধ্যমে ইতোমধ্যে ২১৪ জন নারীকে পেশাদার চালকের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

Comments

The Daily Star  | English

July-August protesters won't face cases: home ministry

Police have already dropped charges of committing violence and cybercrimes against all the accused in around 650 cases countrywide

1h ago