আমরা ‘আন্ডারডগ’ হিসেবে খেলতে যাচ্ছি না: জিদান
বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচ হারের ক্ষত নিয়ে ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এমন পরিস্থিতিতে দলটির কোচ জিনেদিন জিদানের চাপে থাকাটা প্রত্যাশিতই। তবে সাবেক এ ফরাসি তারকা রয়েছেন ভীষণ ইতিবাচক। ক্লাবের সবার কাছ থেকে সমর্থন পাওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, পিছিয়ে থেকে মাঠে নামবে না রিয়াল।
শনিবার চলতি মৌসুমের লা লিগার প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত আটটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা মিলবে বার্সা ও রিয়ালের মহারণের।
সবশেষ দুই ম্যাচে যথাক্রমে কাদিজ ও শাখতার দোনেস্কের কাছে হেরেছে রিয়াল। অর্থাৎ এল ক্লাসিকোর প্রস্তুতিটা মোটেও ভালো হয়নি লস ব্লাঙ্কোসদের। তবে বার্সেলোনার বিপক্ষে ম্যাচকেই ঘুরে দাঁড়ানোর সেরা উপায় মনে করছেন জিদান।
‘ফুটবল দারুণ সুন্দর। সবসময়ই কোনো না কোনো কঠিন ব্যাপার থাকে। যখন পরিস্থিতি এরকম দাঁড়ায়, আমাদের তাদেরকে প্রয়োজন হয়, যারা ছাপ রাখতে পারে এবং দক্ষতা দেখাতে পারে। আমরা “আন্ডারডগ” বা এরকম কিছু হিসেবে সেখানে (ন্যু ক্যাম্প) যাচ্ছি না। প্রত্যেক ম্যাচের আলাদা গল্প থাকে।’
‘ফুটবলের সৌন্দর্য এখানেই যে, আপনার হয়তো টানা বাজে সময় বা বাজে ম্যাচ যেতে পারে, আবার আপনার ঘুরে দাঁড়ানোর বা পরিস্থিতি বদলানোর সুযোগও থাকে। আর আমরা পরেরটাই করার চেষ্টা করব। আমরা ইতিবাচক থাকব এবং ভালো পারফরম্যান্স উপহার দিব।’
পাঁচ ম্যাচ শেষে লা লিগার পয়েন্ট তালিকার তিনে রয়েছে শিরোপাধারী রিয়াল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তাদের শুরুটা হয়েছে বাজেভাবে। এমন অবস্থায় যেকোনো কোচের প্রয়োজন হয় তার আশেপাশের সমর্থনের। জিদান তা পাচ্ছেন এবং একে পুঁজি করে পরিস্থিতি পাল্টে দিতে চান।
‘হ্যাঁ, আমি সবার কাছ থেকে সমর্থন পাচ্ছি। আমি যেমন এই খেলোয়াড়দের নিয়ে অনেক শিরোপা জিতেছি, তেমনি এই খেলোয়াড়রাও আমাকে অনেক শিরোপা জিতিয়েছে। যখন আপনারা বলেন, আমি সবসময় খেলোয়াড়দের পেছনে থাকি, তখন আমি বলতে চাই, আমি শেষ পর্যন্ত তাদের সঙ্গে থাকব। কারণ, তারাই মাঠে লড়াই করে, দৌড়ায় ও নিজেদের সবকিছু উজাড় করে দেয়।’
‘আমি সবার সমর্থন অনুভব করতে পারছি। কিন্তু এখন আমাদের মনোভাব পাল্টাতে হবে। আমাদের দুটো ম্যাচ খুব খারাপ গিয়েছে। এখন আমাদের সামনে একটি ম্যাচ আছে, যা সবকিছু পাল্টে দিতে পারে।’
Comments