চবি শিক্ষককে হত্যার হুমকি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দিয়েছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় গত ১৮ অক্টোবর হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ওই শিক্ষক।
কুশল বরণ চক্রবর্তী জানান, গত ১৭ অক্টোবর রাতে তার ফেসবুকে অডিও বার্তা ও ক্ষুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছি। কে বা কারা এর পিছনে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।’
গত ১৭ অক্টোবর ফেসবুক মেসেঞ্জারে ‘সাঈদ শাহজাদ’ নামের একটি আইডি থেকে কুশল বরণকে লিখিত ও অডিও বার্তা দেওয়া হয়, অকথ্য ভাষায় গালাগাল করা হয় বলে জানিয়েছেন তিনি।
‘ঘটনার পর আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই ও পরদিন থানায় জিডি করি, বলেন কুশল।
জিডিতে উল্লেখ করা হয়, অডিওতে বলা হয়, ‘আমরা শুধু আমাদের আমিরের অর্ডারের অপেক্ষায় আছি সবাইকে ব্রাশ ফায়ার করে মারব।’
কুশল জানান, এই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
Comments