ক্যামেরুনে স্কুলে বন্দুকধারীর হামলায় ৬ শিশু নিহত

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের একটি স্কুলে প্রবেশ করে গুলি চালিয়ে অন্তত ছয় শিশুকে হত্যা করেছে বন্দুকধারীরা। এতে আহত হয়েছেন আরও অন্তত আট জন। গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, গতকাল দুপুরের দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুম্বা শহরের স্কুলটিতে একটি মোটরসাইকেলে করে প্রবেশ করে বেসামরিক পোশাক পরিহিত বন্দুকধারীরা। সেখানে প্রবেশ করে তারা নির্বিচারে গুলি চালায়। এতে অন্তত ছয় শিশু নিহত ও আট জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজন এ ঘটনায় দোতলা ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হয়েছে।
কুম্বা শহরের সহ-অধিকর্তা আলী আনৌগৌ রয়টার্সকে বলেন, ‘হামলাকারীরা স্কুলটিতে প্রবেশ করে শিশুদেরকে শ্রেণিকক্ষে দেখতে পায় এবং তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।’
প্রতিবেদনে আরও বলা হয়, ওই অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ দেশটির সেনা বাহিনীর লড়াই চলে আসছে। বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠীর কেউ হামলাটি চালিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনা বাহিনীর লড়াইয়ে ২০১৭ সাল থেকে কয়েক শ মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ।
Comments