শীর্ষ খবর

আমরণ অনশনে রায়হানের মা

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় আমরণ অনশনে বসেছেন পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগম ও তার স্বজন। আজ রোববার সকাল ১১টা থেকে রায়হান হত্যায় জড়িত সব পুলিশ সদস্যের ফাঁসির দাবিতে এ অনশন কর্মসূচি শুরু করেন।
Rayhans'_Mother_25Oct20.jpg
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় আমরণ অনশনে বসেছেন পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগম ও তার স্বজন। ছবি: শেখ নাসির/স্টার

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় আমরণ অনশনে বসেছেন পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগম ও তার স্বজন। আজ রোববার সকাল ১১টা থেকে রায়হান হত্যায় জড়িত সব পুলিশ সদস্যের ফাঁসির দাবিতে এ অনশন কর্মসূচি শুরু করেন।

সালমা বেগম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘যারা পুলিশ হেফাজতে রয়েছে তাদেরকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না? তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে নিলে এ ঘটনায় জড়িত সবার নাম বেরিয়ে আসবে। এই ফাঁড়ির ইনচার্জ আকবরকেও দ্রুত গ্রেপ্তার করতে হবে। সব দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমার ছেলেকে যেখানে হত্যা করা হয়েছে, প্রয়োজনে আমিও সেখানে মারা যাব।’

রায়হানের মামা, খালাতো ভাই, নানি এবং অন্যান্য স্বজনরা আমরণ অনশন করছেন।

গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন নগরীর আখালিয়া নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হান আহমদ (৩৩)।

এ ঘটনার পরদিন মামলা দায়ের হলে ওই ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভুইয়াসহ চার জনকে সাময়িক বরখাস্ত এবং আরও তিন জনকে প্রত্যাহার করা হয়।

এদের মধ্যে কনস্টেবল টিটু চন্দ্র দাস এবং হারুনুর রশীদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মূল সন্দেহভাজন আকবর এখনো পলাতক।

Comments

The Daily Star  | English

Israel resumes Gaza attacks

Israel's military said today it had resumed fighting in Gaza, with airstrikes and artillery fire reported in Gaza City, as a truce expired with no agreement to extend it

22m ago