নোবেলের ‘অভিনয়’
ভারতের সারেগামাপা প্রতিযোগিতার মাধ্যমে শ্রোতাপ্রিয় হওয়া মাঈনুল আহসান নোবেল গানের চেয়ে বিভিন্ন মন্তব্যের কারণেই বেশি আলোচিত হয়েছেন। এখন গানেই মনোযোগী হওয়ার চেষ্টা করছেন তিনি।
কয়েকদিন আগে ‘অভিনয়’ শিরোনামের নতুন একটি গানের রেকর্ড শেষ করেছেন নোবেল। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। সাউন্ডটেকের ব্যানারে নতুন ২২টি গান প্রকাশ করবেন নোবেল। এটিও তার মধ্যে একটি। এ বিষয়ে নোবেল প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছেন বলে জানা গেছে।
নোবেলের গাওয়া ‘অভিনয়’ শিরোনামের গানটি আগামী ৭ নভেম্বর শিল্পীর জন্মদিনে প্রকাশ করা হবে বলে জানা যায় সাউন্ডটেক সূত্রে।
নতুন গানটি প্রকাশের কয়েকদিন আগে তিন থেকে পাঁচ মিনিটের একটা ভিডিও বার্তা প্রকাশ করবেন নোবেল। যেখানে তিনি কথা বলবেন তার বিগত দিনের বিভিন্ন বিষয় নিয়ে।
চলতি বছরের ৮ জুন ‘তামাশা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয় নোবেলের। কয়েক মাসের ব্যবধানে তিনি আসছেন ‘অভিনয়’ নিয়ে।
Comments