মোটর সাইকেল চুরি, ছেলেকে পুলিশে দিলেন মা

মোটর সাইকেল চুরি করার কথা জানতে পেরে ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন মা। চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানাধীন আসকার দিঘী পাড় এলাকায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

মোটর সাইকেল চুরি করার কথা জানতে পেরে ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন মা। চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানাধীন আসকার দিঘী পাড় এলাকায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত যুবক তুহিন ভূঁইয়া (২২)। তার মা মমতাজ বেগম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে আয়ার কাজ করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন দ্য ডেইলি স্টারকে বলেন, আশফাক উদ্দিন নামের এক ব্যক্তি তার হোন্ডা হর্নেট ব্রান্ডের মোটর সাইকেলটি শনিবার রাতে রাস্তায় তালা দিয়ে রেখে তামাকমুন্ডি লেইনের মোবাইল মার্কেটে যান ফোন মেরামত করতে। কাজ শেষ করে এসে দেখেন তার মোটর সাইকেলটি সেখানে নেই। আশপাশের লোকজনকে জিজ্ঞেস করলে তারা বলেন এক যুবক রিকশায় করে মোটর সাইকেলটি তার বলে নিয়ে গেছে। আশফাক এই ঘটনা থানার টহল পুলিশকে জানালে তারা অভিযান শুরু করে।’

পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, ‘পুলিশ টিম মোটর সাইকেলের সন্ধানে কাজীর দেউড়ি এলাকার দিকে গেলে সেখানে একজন জানান, এক যুবককে তিনি রিকশা করে মোটর সাইকেল নিয়ে আসকার দিঘীর পাড়ের দিকে যেতে দেখেছেন। পরে তার তথ্যে আসকার দিঘীর পাড়ে শতদল ক্লাব সংলগ্ন একটি গলিতে মোটর সাইকেলটি পাওয়া যায়।’

চুরির ঘটনাটি জানতে পেরে তুহিনের মা মমতাজ বেগম ছেলেকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন, জানান ওসি।

মোটর সাইকেল চুরির ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

People in Lalmonirhat, Kurigram hit hard by cold, fog

The day-to-day life of people in some upazilas of Kurigram and Lalmonirhat has been severely affected by the cold and dense fog

1h ago