নাটোরে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত, আহত ১০

ছবি: সংগৃহীত

বাস খাদে পড়ে নাটোরে মা-মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আজ সোমবার সকাল ১০টার দিকে নাটোরের বরাইগ্রাম উপজেলার গোধড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জোসনা বেগম (৫০) ও তার মেয়ে রোজিনা খাতুন (৩২)। জোসনা বেগম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডলি গ্রামের মান্নান হোসেনের স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল জানান, পাবনা থেকে রাজশাহীগামী চঞ্চল পরিবহন বাসটি বড়াইগ্রামের গোধরা এলাকায় পণ্যবাহী ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময়, ঘটনাস্থলে জোসনা বেগম মারা যান।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় জোসনার মেয়ে রোজিনা মারা যান।

শফিকুল জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। 

Comments

The Daily Star  | English

6 killed, 37 injured in road crashes across 5 districts

The accidents took place in Sherpur, Narsingdi, Brahmanbaria, Faridpur, and Gopalganj today

8m ago