মেঘনায় জোয়ারের পানিতে নিখোঁজ কিশোর, উদ্ধার ৩
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে গোসলে নেমে জোয়ারের পানিতে নিখোঁজ হৃদয় হোসেন (১২) নামে এক কিশোর। তবে উদ্ধার করা গেছে অপর তিন কিশোরকে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তমরুদ্দি লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ হৃদয় তমরুদ্দি এলাকার রফিক উল্যার ছেলে।
স্থানীয়রা জানান, হৃদয়সহ চার কিশোর আজ সকালে তমরুদ্দি লঞ্চঘাটের পাশের নদীর পাড়ের উঁচু জায়গা থেকে নদীতে ঝাঁপ দিয়ে খেলছিল। বেলা সাড়ে ১১টার দিকে তারা চার জন মেঘনা নদীতে ঝাঁপ দেওয়ার পর, জোয়ারের ভেসে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা তিন জনকে উদ্ধার করতে পারলেও হৃদয় নিখোঁজ আছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা হৃদয়কে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
Comments