ফ্রান্সের পণ্য না কেনার আহ্বান এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দেশটির নাগরিকদের ফরাসি পণ্য ক্রয় না করার আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে মুসলিমদের প্রতি বিরূপ আচরণের কারণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর তীব্র সমালোচনা অব্যাহত রেখেছেন এরদোয়ান।
আজ সোমাবার রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
রয়টার্স জানায়, শনিবার এরদোয়ান বলেছিলেন, মুসলিমদের নিয়ে ম্যাখোঁর সমস্যা আছে। এজন্য তার মানসিক চিকিৎসার প্রয়োজন। আজ সোমবারও আঙ্কারায় তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট নিয়ে একই ধরনের মন্তব্য করেছেন।
এরদোয়ান বলেন, ‘তারা যেমন ফ্যান্সে বলেছিল ‘তুর্কি ব্রান্ডের পণ্য কিনবেন না’। আমি আমার সব নাগরিককে বলছি, এখন থেকে কোনো ফ্রান্সের ব্রান্ডকে সহযোগিতা বা কিনবেন না।’
তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, তুরস্কের আমদানি বাণিজ্যের শীর্ষ দশ দেশের একটি ফ্রান্স। একইসঙ্গে তুরস্কের রপ্তানি বাণিজ্যের সপ্তম বৃহত্তম বাজার ফ্রান্স। ফ্রান্সের রপ্তানি পণ্যের মধ্যে তাদের তৈরি গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হয় তুরস্কে।
Comments