করোনাভাইরাস

মৃত্যু ১১ লাখ ৫৮ হাজার, আক্রান্ত ৪ কোটি ৩৪ লাখের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৪ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন দুই কোটি ৯১ লাখের বেশি মানুষ।
ইতালিতে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ২৬ অক্টোবর ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৪ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন দুই কোটি ৯১ লাখের বেশি মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ১৬২ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন দুই কোটি ৯১ লাখ ৩২ হাজার ৬০৬ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ দুই হাজার ৪১৪ জন এবং মারা গেছেন দুই লাখ ২৫ হাজার ৬৯৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৬০ হাজার ৪৫৫ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ নয় হাজার ৮৫৪ জন, মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৩৯৭ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ ২৬ হাজার ৩৯৩ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৪৬ হাজার ৪২৯ জন, মারা গেছেন এক লাখ ১৯ হাজার ৫০২ জন এবং সুস্থ হয়েছেন ৭২ লাখ এক হাজার ৭০ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৯ হাজার ১৭১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আট লাখ ৯৫ হাজার ৩২৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত লাখ ৬০ হাজার ২৫৯ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ১৭৫ জন, মারা গেছেন ৪ হাজার ৭৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ হাজার ১৮ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত চার লাখ ২৫১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন পাঁচ হাজার ৮১৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন লাখ ১৬ হাজার ৬০০ জন।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

3h ago