পাকিস্তানে মাদরাসায় বিস্ফোরণ, নিহত অন্তত ৭
পাকিস্তানের পেশোয়ার শহরের একটি মাদরাসায় বিস্ফোরণে অন্তত সাত জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।
আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ারের একটি কলোনির মাদরাসাটিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মাদ আছিম জানান, নিহত সাত জনের মধ্যে চার জনই শিক্ষার্থী। তাদের বয়স ১৫ থেকে ২৫ বছরে মধ্যে।
স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াকার আজিম বলেন, ‘মাদরাসায় ক্লাস চলাকালীন বিস্ফোরণটি হয়। কেউ একজন ক্লাসে ব্যাগ নিয়ে এসেছে।’ আহতদের মধ্যে দুই জন শিক্ষকও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা মনসুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। ‘পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলটি ঘেরাও করে ফেলেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে’, বলেন তিনি।
ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখনো কেউ এ ঘটনার দায় স্কীকার করেনি।
Comments