বক্সিং ডে টেস্টে গ্যালারিতে ফিরবেন দর্শকরা!

২৬ ডিসেম্বর বক্সিং ডেতে প্রতিবছর ঐতিহ্যের অংশ হিসেবে মেলবোর্নে টেস্ট খেলে অস্ট্রেলিয়া।

জৈব সুরক্ষিত বলয় তৈরি করে মাঠের খেলা ফিরেছে। কিন্তু করোনাভাইরাসের পর এখনো স্বীকৃত কোন ক্রিকেট ম্যাচে দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি। আইপিএলের মতো আসরগুলোতে দর্শকদের কৃত্রিম শব্দ বাজিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা চলছে। তবে একটা ইতিবাচক খবর এসেছে অস্ট্রেলিয়া থেকে। ভারতের বিপক্ষে ডিসেম্বরে বক্সিং ডে টেস্টে মাঠে রাখা হতে পারে দর্শক। 

২৬ ডিসেম্বর বক্সিং ডেতে প্রতিবছর ঐতিহ্যের অংশ হিসেবে মেলবোর্নে টেস্ট খেলে অস্ট্রেলিয়া। এবারের মৌসুমে তাদের প্রতিপক্ষ ভারত। দর্শকপ্রিয় এই দলটির বিপক্ষে দর্শক রাখার সম্ভাবনার কথা স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যানড্রুজ। 

চলমান করোনাভাইরাস মহামারি খুব ভালোভাবেই সামলেছে অস্ট্রেলিয়া। ব্যবস্থাপনার দক্ষতায় তারা এখন অনেক দিকই সহজ করে দিচ্ছে।

ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একসঙ্গে খেলা দেখতে পারেন ৭৩ হাজার ৫১৬ জন। বক্সিং ডে- বড়দিন মিলিয়ে ওই সময় অস্ট্রেলিয়ায় ছুটির আমেজ থাকায় গ্যালারি এমনিতে থাকে ভরপুর। তবে সেই বাস্তবতা বদলেছে। স্বাভাবিকভাবেই করোনায় পুরো গ্যলারিভর্তি করা হবে না।

অ্যানড্রুজ জানালেন, সংখ্যা যেমনই হোক তারা দর্শকদের মাঠে আনতে ভীষণ আশাবাদী, ‘বক্সিং ডে টেস্ট অবশ্যই ভিন্ন, কারণ এটা অন্য মাত্রা তৈরি করে। আমি খুবই আত্মবিশ্বাসী এই টেস্টে দর্শকরা উপস্থিত থাকবেন।’

‘আমি এখনো বলতে পারছি না  কত বেশি ঢুকতে দেওয়া হবে। কিন্তু এটা বলতে পারি এই নিয়ে আমরা কাজ করছি।’

আইপিএল শেষ করেই তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ভারত দল। এরমধ্যে ঘোষণা করা হয়েছে স্কোয়াড।

 

 

Comments

The Daily Star  | English

Mob beating at DU: Six students confess involvement

Six students of Dhaka University, who were arrested in connection with killing of 35-year-old Tofazzal Hossain inside their hall on Wednesday, confessed to their involvement in the crime before a magistrate

2h ago