রিফাত হত্যায় ৬ আসামির ১০ বছর, ৪ জনের ৫ ও ১ কিশোরের ৩ বছরের কারাদণ্ড
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ছয় আসামির ১০ বছর, চার জনের পাঁচ বছর ও এক কিশোরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জনকে মুক্তি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
মো. রাশিদুল হাসান রিশান ফরাজী (১৭), মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), মো. আবু আবদুল্লাহ রায়হান (১৬), মো. ওলিউল্লাহ অলি (১৬), মো. নাইম (১৭) ও মো. তানভীর হোসেনকে (১৭) আদালত ১০ বছর করে কারাদণ্ড দেন।
এ ছাড়া জয় চন্দ্র সরকার চন্দন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫) ও মো. সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহকে (১৭) পাঁচ বছর এবং প্রিন্স মোল্লাকে (১৫) তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মারুফ মল্লিক (১৭), রাতুল সিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবণকে (১৬) মুক্তি দেওয়া হয়েছে।
দুপুর সোয়া ১টায় রায় পড়া শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে অপ্রাপ্তবয়স্ক ছয় আসামিকে আদালতে আনা হয়। বাকি আসামিরা আইনজীবীদের জিম্মায় ছিলেন।
গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে তার স্ত্রী আয়শা সিদ্দিকাসহ ছয় জনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই বছরের ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে ভাগ করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।
চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। গত ৮ জানুয়ারি থেকে ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মোট ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয় এ মামলায়।
আরও পড়ুন:
রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামি আদালতে
রিফাত হত্যায় মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
রিফাত হত্যা মামলা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ২৭ অক্টোবর
Comments