আগৈলঝাড়ায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
বরিশালের আগৈলঝাড়ায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে থানায় পাঁচ যুবকের বিরুদ্ধে ধর্ষণের শিকার ওই নারী মামলা করেন বলে জানান আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সরোয়ার।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর গ্রামের পূর্বপরিচিত নয়ন মন্ডলের সাথে ঘুরতে বের হন ওই শিক্ষার্থী। সেখানে একটি ইটভাটার পাশে তাকে ধর্ষণ করা হয়। পরে বাকাল গ্রামের ইমু মিয়া, সুজন, সুমন মিয়াসহ পাঁচ জনের একটি দল ওই কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে একটি বিদ্যালয়ে আটকে ধর্ষণ চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তৈয়বুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Comments