বিশ্বজুড়ে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে ৪৯ শতাংশ: আঙ্কটাড

কোভিড-১৯ মহামারিতে অর্থনৈতিক মন্দায় ২০১৯ সালের তুলনায় ২০২০ সালের প্রথমার্ধে বিশ্বজুড়ে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ৪৯ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা (আঙ্কটাড)।
ছবি: রয়টার্স

কোভিড-১৯ মহামারিতে অর্থনৈতিক মন্দায় ২০১৯ সালের তুলনায় ২০২০ সালের প্রথমার্ধে বিশ্বজুড়ে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ৪৯ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা (আঙ্কটাড)।

আজ মঙ্গলবার আঙ্কটাড প্রকাশিত গ্লোবাল ইনভেস্টমেন্ট ট্রেন্ডস মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে লকডাউন থাকায় বিনিয়োগ প্রকল্পগুলোর গতি ধীর হয়েছে। অর্থনৈতিক মন্দার সম্ভাবনা থাকায় নতুন প্রকল্পগুলো নিয়ে নতুন করে ভাবছে বহুজাতিক উদ্যোক্তারা।

আঙ্কটাড এর পরিচালক (ইনভেস্টমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ) জেমস ঝান বলেন, 'এফডিআই কমে যাওয়ার পরিমাণ আমাদের প্রত্যাশার বাইরে চলে গেছে, বিশেষ করে উন্নত অর্থনীতির দেশগুলোর ক্ষেত্রে। উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো বছরের প্রথমার্ধের এই ঝাপ্টা তুলনামূলক ভালোমতো মোকাবিলা করতে পেরেছে।'

'তবে, শেষ পর্যন্ত কোন দিকে যায়, তা এখনও অনিশ্চিত,' যোগ করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, ছয় মাসে উন্নত অর্থনীতি এ পর্যন্ত সবচেয়ে বড় পতনের মুখোমুখি হয়েছে। ২০১৯ সালের তুলনায় তা ৭৫ শতাংশ কমে ৯৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বিশেষ করে নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডসহ ইউরোপীয় অর্থনীতিতে তীব্র নেতিবাচক প্রবাহের ফলে পতনের এই প্রবণতা তীব্র হয়। উত্তর আমেরিকায় এফডিআই ৫৬ শতাংশ কমে ৬৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

এ দিকে, উন্নয়নশীল অর্থনীতিতে এফডিআই প্রবাহ ১৬ শতাংশ কমেছে। এটা প্রত্যাশার চেয়ে কম। চীনের স্থিতিশীল বিনিয়োগের কারণে এটা সম্ভব হয়েছে। এশিয়ায় কমেছে মাত্র ১২ শতাংশ, আফ্রিকায় ২০১৯ সালের তুলনায় ২৮ শতাংশ কম এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে এফডিআই ২৫ শতাংশ কমেছে।

২০২০ সালের জুন মাস পর্যন্ত বিশ্বব্যাপী এফডিআইয়ের অর্ধেকেরও বেশি ছিল এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago