মোহাম্মদপুরে ভাঙ্গারির দোকানে ‘বোতল বিস্ফোরণে’ দগ্ধ ৭
রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকায় একটি ভাঙ্গারির দোকানে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে সাত জন দগ্ধ হয়েছে।
আজ বেলা আড়াইটার দিকে চাঁদ উদ্যান ভাঙা মসজিদ সংলগ্ন একটি ভাঙ্গারির দোকানে এই ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন: দোকানেরর মালিক আব্দুল আলিম (৫০) কর্মচারী সাইদুর (৩৩) কর্মচারী ফারুক (৩৭) ও ওই দোকানে ভাঙ্গারি দিতে আসা আমির হোসেন (২৭)। পাশের দোকানের কর্মচারী কাইয়ুম (৪০), রাসেল (২৫), ও সুরুজ আলী (২৫)।
দোকান মালিকেরর ভগ্নীপতি আবুল কাশেম জানান, ভাঙ্গারি দোকানে মেশিনে মালামাল চূর্ণ করার সময় একটি পরিত্যক্ত বোতল বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, চার জনের হাত মুখসহ সারা শরীর দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিন জনের হাত ও মুখ ঝলসে গেছে। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments