মেসির জন্য আলাদা পরিকল্পনা করছেন জুভেন্টাস কোচ
বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তার জন্য প্রায় সব কোচই ভিন্ন পরিকল্পনা করে থাকেন। জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলোও ব্যতিক্রম নন। রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকাকে আটকাতে বিশেষ ছক আঁকছেন এ ইতালিয়ান।
'(লিওনেল) মেসি এখনও সেরা ছন্দে রয়েছে। খেলোয়াড় হিসেবে আমি অনেকবারই তার মুখোমুখি হয়েছিলাম, তবে কোচ হিসেবে আমি আগামীকাল প্রথমবার তার মুখোমুখি হব। এ খেলোয়াড়ের জন্য অবশ্যই আলাদা পরিকল্পনা থাকবে। আশা করছি সে কাল তার সেরাটা দিতে পারবে না।'- ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গে এমনটাই বললেন পিরলো।
সাম্প্রতিক সময়টা অবশ্য ভালো যাচ্ছে না জুভেন্টাসের। সিরি আতে শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচেই পয়েন্ট খুইয়েছে দলটি। যদিও আগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সূচনা করেছে দলটি। কিন্তু আগামীকালের প্রতিপক্ষ ডায়নামোর চেয়ে শক্তিশালী।
অবশ্য এ নিয়ে ভাবছেন না পিরলো। সেরাটা দিয়েই নিজেদের প্রমাণ করতে চান তিনি, 'আমরা অনেক ভাগ্যবান যে দুর্দান্ত কিছু ক্লাবের দুর্দান্ত খেলোয়াড়দের মুখোমুখি হতে পারছি। এটা আসরের ফলাফল নির্ধারক ম্যাচ নয় তবে আমরা নিজেদের সেরাটা দিয়ে আমাদের সামর্থ্যের প্রমাণ রাখতে চাই।'
এদিকে বার্সেলোনার বিপক্ষে দলের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে পাচ্ছে না ওল্ড লেডিরা। দেশের হয়ে খেলতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। তার অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাবে দলকে।
চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে আগামীকাল বার্সেলোনার মুখোমুখি হচ্ছে জুভেন্টাস। কোচ হিসেবে এবারই প্রথম মেসির দলের মুখোমুখি হচ্ছেন পিরলো। যদিও খেলোয়াড় হিসেবে অনেকবারই লিওনেল তার মুখোমুখি হয়েছেন তিনি। সে অভিজ্ঞতাও কাজে লাগাতে চান এ কোচ।
Comments