ইরফান সেলিমকে গ্রেপ্তার দেখাতে আদালতে পুলিশের আবেদন
নৌবাহিনীর কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগের মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল মোল্লাকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক আশফাক রাজিব হাসান এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর দুই আসামির উপস্থিতিতে আগামীকাল বুধবার আবেদনের শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।
অবৈধভাবে ওয়াকিটকি ও মদ রাখার অভিযোগে গতকাল ইরফানকে দেড় বছরের এবং জাহিদুলকে ওয়াকিটকি বহন করার দায়ে ছয় মাসের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, হাজী সেলিমের ব্যবসায়ী সংগঠন মদিনা গ্রুপের প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দিপুকে এ মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করলে, ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাকে তিন দিনের রিমান্ডে দেন।
আজ ভোর ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল দিপুকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে।
গতকাল নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান বাদী হয়ে ইরফানসহ চার জনের নামে ও তিন অজ্ঞাতনামার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন।
আরও পড়ুন:
কাউন্সিলর পদ থেকে ইরফান সেলিমকে বরখাস্ত
ভ্রাম্যমাণ আদালতে ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড
Comments