রিয়ালের বিপক্ষে খেলেছেন ভিনিসিয়ুস!

ছবি: সংগৃহীত

ম্যাচের ৫০তম  মিনিটে ফেদ ভালভার্দের কাটব্যাক থেকে একেবারে ফাঁকায় বল পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। শট নেওয়ার জন্য সময়ও পেয়েছেন। কিন্তু অবিশ্বাস্যভাবে যে শট নিলেন তা ছিল অনেক বাইরে। আর পুরো ম্যাচেই ছিলেন বোতলবন্দি। সতীর্থদের পাস না দিয়ে ড্রিবলিং করতে গিয়ে বল খুইয়েছেন অহেতুকভাবে। ভুল পাসও ছিল দেখার মতো। সবমিলিয়ে একটি বাজে দিনই গিয়েছে এ ব্রাজিলিয়ানের।

আর এ কারণেই ভিনিসিয়ুসের উপর খুবই বিরক্ত ছিলেন দলের সিনিয়র তারকা করিম বেনজেমা। যে কারণে সতীর্থদের তাকে বল পাস না দেওয়ার অনুরোধ করেন তিনি। এমন সংবাদই প্রকাশ করেছেন মাদ্রিদ ভিত্তিক সংবাদ মাধ্যম মার্কা।

ম্যাচের বিরতির সময় ট্যানেলে ফরাসি সতীর্থ ফেরলান্দ মেন্দিকে কিছু একটা বলতে শুনা যায় বেনজেমাকে। পরে টেলেফুট তাদের কথোপকথন উদ্ধার করে। বেনজেমা তখন মেন্দিকে বলছিলেন, 'ভাই তাকে (ভিনিসিয়ুসকে) পাস দিও না।' এরপর ভয়ঙ্কর এক অভিযোগই করে ফেলেন এ ফরাসি, 'আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলছি, সে আমাদের বিপক্ষে খেলছে।'

বেনজেমার পরামর্শ অনুযায়ী কাজ করেছেন মেন্দি। এরপর দ্বিতীয়ার্ধে যতক্ষণ ভিনিসিয়ুস মাঠে ছিলেন (২৫ মিনিট) ততক্ষণে ৩ বার বল পাস দিয়েছেন এ ফরাসি। মজার ব্যাপার, এ সময়ে ভিনিসিয়ুসকে ৯ বার পাস দিয়েছেন বেনজেমা। 

স্তাদিও বরুসিয়া পার্কে মঙ্গলবার রাতে বরুসিয়া মনশেনগ্লাডবাখ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি ২-২ গোলের ব্যবধানে অমীমাংসিত থাকে। তবে ম্যাচে প্রায় হারতেই বসেছিল দলটি। ৮৬ মিনিট পর্যন্ত দুই গোলের ব্যবধানে পিছিয়ে ছিল তারা। ম্যাচের ৭০তম মিনিটে ভিনিসিয়ুসের পরিবর্তে এডেন হ্যাজার্ডকে নামান কোচ জিনেদিন জিদান। এরপরই যেন প্রাণ ফিরে আসে দলটির খেলায়। পরে বেনজেমা ও কাসেমেরোর গোলে সমতায় ফেরে দলটি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

10h ago