রাজবাড়ী কোর্টের হাজতখানায় অস্ত্র মামলার আসামির আত্মহত্যা

Rajbari.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজবাড়ী কোর্টের হাজতখানায় আজ বৃহস্পতিবার দুপুরে অস্ত্র মামলার এক আসামি আত্মহত্যা করেছেন। নিহতের আলামিন মণ্ডল (৩২) পাংশার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে পাংশা থানায় তিনটি মামলা চলমান আছে।

রাজবাড়ী আদালতের পরিদর্শক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সকাল ১০টায় অস্ত্র মামলায় আলামিন মণ্ডলকে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়েছিল। আদালতে হাজিরা দিয়ে তাকেসহ অন্য আসামিদের হাজতখানায় আনা হয়। দুপুর দেড়টার দিকে সবাইকে কারাগারে পাঠানোর জন্য ডাকা হয়। এ সময় অন্য আসামিরা আসলেও তিনি আসেননি। পরে দায়িত্বরত কর্মকর্তা হাজতের ভেতরে গিয়ে হাজতখানায় পানির পাইপের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে চলতি বছরের ১ আগস্ট পাংশা থানায় দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি অস্ত্র এবং অপরটি মারামারি। এ ছাড়া, ২০১৬ সালে তার বিরুদ্ধে পাংশা থানায় একটি অস্ত্র মামলা চলমান আছে।’

রাজবাড়ীর জেলখানার জেলার নাহিদা পারভীন বলেন, ‘আলামিন ৩ আগস্ট থেকে কারাগারে ছিলেন। সকালে তাকে বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিতে পাঠানো হয়। তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন। শারীরিক বা মানসিকভাবে অসুস্থ কোনো আসামিকে হাজিরা দিতে পাঠানো হয় না। এ বিষয়ে আগে থেকেই আদালতকে অবহিত করা হয়।’

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

54m ago