শীর্ষ খবর

বিজয়নগরে ফ্রান্সবিরোধী মিছিল থেকে পুলিশের ওপর হামলা

রাজধানীর বিজয়নগরে ফ্রান্সবিরোধী মিছিল থেকে পুলিশের ওপর হামলা ঘটনা ঘটেছে।
Attack on police
রাজধানীর বিজয়নগরে ফ্রান্সবিরোধী মিছিল থেকে পুলিশের ওপর হামলা ঘটনা ঘটে। ৩০ অক্টোবর ২০২০। ছবি: শাহীন মোল্লা

রাজধানীর বিজয়নগরে ফ্রান্সবিরোধী মিছিল থেকে পুলিশের ওপর হামলা ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশ শেষে সেখান থেকে মিছিল নিয়ে কাকরাইল যাওয়ার পথে বিজয়নগরে পুলিশের বাধার মুখে পড়েন তারা।

সেসময় মিছিলকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। তখন মিছিল থেকে পুলিশের ওপর ইট-জুতা-স্যান্ডেল ছোড়া হয়। তবে পুলিশ কোন পাল্টা অ্যাকশনে যায়নি। উপরন্তু মিছিলের আয়োজকরা উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেন।

সেসময় তারা ফ্রান্সে মহানবীর (স.) ব্যঙ্গচিত্র করার প্রতিবাদের পাশাপাশি সরকারের কাছে ফরাসি পণ্য নিষিদ্ধ ও দূতাবাস সরিয়ে নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে পুলিশ প্রশাসন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

7h ago