শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় শিক্ষক গ্রেপ্তার
কক্সবাজারের জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগীর মা বাদী হয়ে আজ শুক্রবার ওই শিক্ষকের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার মেয়ে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। অভিযুক্ত শিক্ষক সুযোগ বুঝে কয়েকবার তার মেয়েকে বিদ্যালয়ের নির্জন স্থানে নিয়ে যৌন হয়রানি করে। এতে তার সন্তান বিপর্যস্ত হয়ে পড়ে এবং পরে পুরো ঘটনা তাকে খুলে বলে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়। কিন্তু, অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হলেও তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই আইনি প্রতিকার পেতে তিনি থানায় মামলা দায়ের করেছেন।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আবদুল হাই বলেন, ‘ভুক্তভোগীর মা গত ২৭অক্টোবর একটি লিখিত অভিযোগ হোয়ানক পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে দাখিল করেন। এরপর পুলিশ অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত করে। ওই শিক্ষার্থীকে সঙ্গে কথা বলে অভিযোগ যাচাই করে। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় আজ শুক্রবার সকাল আটটায় হোয়ানক কেরনতলীর ভাড়া করা বাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
অভিযুক্ত জয়নাল আবেদীন মহেশখালীর একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দীন জানান, অভিযুক্ত শিক্ষককে যখন সাময়িকভাবে বরখাস্ত করা হয় তখন এর বিরোধিতা করে স্থানীয় একটি প্রভাবশালী মহল।
Comments