চট্টগ্রামে সাংবাদিক নিখোঁজ
বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজ বিডির সাংবাদিক গোলাম সরওয়ার।
গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর কাজীর দেউড়ির ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে সিটিনিউজ বিডির ব্যবস্থাপনা সম্পাদক জুবায়ের সিদ্দিকি কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ আমাদের সহকর্মী গোলাম সারওয়ার। তার ফোনও বন্ধ পাচ্ছি। থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। মনে হচ্ছে কোন পেশাদার অপহরণকারীদের কাজ।’
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে নিখোঁজ সাংবাদিককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’
Comments