উড়োজাহাজে ভ্রমণের চেয়ে রেস্তোরাঁ ও দোকানে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি: সমীক্ষা
উড়োজাহাজ ভ্রমণের চেয়ে রেস্তোরাঁয় খেতে যাওয়া কিংবা এবং কেনাকাটার জন্য বাইরে বের হওয়াতে করোনা সংক্রমণের ঝুঁকি বেশে বলে হার্ভার্ডের গবেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে।
হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথ প্রকাশিত ‘এভিয়েশন পাবলিক হেলথ ইনিশিয়েটিভ’ শীর্ষক সমীক্ষার বরাত দিয়ে আজ শুক্রবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
গবেষকদের দাবি, প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণে উত্সাহিত করা হলে উড়োজাহাজের যাত্রীদের কোভিড-১৯ সংক্রমণের হার অনেকাংশে কমে যাবে।
এ ভাইরাস প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, উড়োজাহাজ ও বিমানবন্দরে পর্যাপ্ত বায়ুপ্রবাহ নিশ্চিত করা এবং উড়োজাহাজ নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার নির্দেশনা আছে।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতার কথাও বলা হয়েছে সমীক্ষায়।
এতে বলা হয়, ‘এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলো যাত্রাপথে রোগের সংক্রমণ কমাতে বিভিন্ন ব্যবস্থার বিষয়ে জনগণকে জানাতে প্রচারণা চালাচ্ছে। এর মধ্যে আছে- বুকিং দেওয়ার সময়, চেক-ইন করতে, বোর্ডিং ও উড়োজাহাজের ভেতরে জনস্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কিত তথ্যাদি সম্পর্কে জানানো। এ ছাড়া, ভ্রমণের সময় সম্ভাব্য সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করে আইসোলেশনে নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় কেবিন ক্রুদের।’
বিশ্বব্যাপী প্রায় সাড়ে চার কোটি মানুষের করোনা আক্রান্তের সময় গত সপ্তাহে এ সমীক্ষাটি প্রকাশিত হয়।
Comments