ফ্রান্সে হামলাকারী ও ‘মাহদি অর্গানাইজেশন’ নিয়ে তদন্ত করবে তিউনিসিয়া

ফ্রান্সের নিস শহরে গতকাল একটি গির্জায় দুই নারীসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ও হামলার দায় স্বীকার করা ‘মাহদি অর্গানাইজেশন’ সম্পর্কে তদন্ত করবে তিউনিসিয়া সরকার।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএপি এর বরাত দিয়ে আজ শুক্রবার রয়টার্স এ খবর জানিয়েছে।
এর আগে, হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর নাম নিশ্চিত না করলেও ফরাসি ও ইতালির গণমাধ্যমে ‘ব্রাহিম আসোউই’ নামে হামলাকারীর পরিচয় উল্লেখ করা হয়েছে। তিনি কিছুদিন আগে তিউনিসিয়া থেকে ফ্রান্সে গিয়েছিলেন বলে জানা যায়।
তিউনিসিয়ার বার্তা সংস্থা টিএপি শুক্রবার এক প্রতিবেদনে জানায়, দেশটির বিচার বিভাগের সন্ত্রাসবিরোধী আদালতের পাবলিক প্রসিকিউটর কার্যালয় ফ্রান্সের ওই হামলার ঘটনা তদন্তে একটি বিশেষ নিরাপত্তা ইউনিটকে দায়িত্ব দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মাহদি অর্গানাইজেশন’ এর নিস শহরে হামলার ঘটনার দায় নেওয়াসহ আদৌ ওই সংগঠনটির অস্তিত্ব আছে কিনা তা তদন্ত করা হবে।
আরও পড়ুন:
Comments