শীর্ষ খবর

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

যশোরের ঝিকরগাছা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন।
Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

যশোরের ঝিকরগাছা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে উপজেলার বাঁকড়া আবুল ইসলাম সড়কে কলোনিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলের দিকে সড়কে দ্রুতগতির বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- দিঘড়ি গ্রামের নয়ন হোসেন (১৯) ও শিত্তরদাহ গ্রামের হোসেন আলী (২০)। নয়ন সোনাকুড় গ্রামে মামার বাড়িতে এবং হোসেন আলী বায়শা গ্রামের মামার বাড়িতে থাকতেন।

এসআই মিজানুর জানান, দুর্ঘটনায় আহত আক্তারুল ও রাব্বি যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। নাইমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

2h ago