এক সপ্তাহের মধ্যে শতভাগ ফিট হবেন, বিশ্বাস জামালের

ছবি: ফিরোজ আহমেদ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমায় ফের মাঠে ফুটবল গড়ানোর প্রস্তুতি চলছে। গত সপ্তাহ থেকে অনুশীলনে ফিরেছেন জাতীয় দলের ফুটবলাররা। অপেক্ষা ছিল অধিনায়ক জামাল ভুঁইয়ার। আর ফিরেই আজ শুক্রবার সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। তবে ফিটনেসে কিছুটা ঘাটতি রয়েছে অধিনায়কের। তবে এক সপ্তাহের মধ্যেই সে ঘাটতি কাটিয়ে উঠবেন বলে আশা করছেন বাংলাদেশ ফুটবলের এ পোস্টার বয়।

গত মার্চে খেলা বন্ধ হওয়ার পর ডেনমার্কে ফিরে গিয়েছিলেন জামাল। সেখানে অবশ্য ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে গিয়েছেন। তবে দলীয় অনুশীলনের অভাব ছিল। বৃহস্পতিবার দেশে ফিরে তাই একদিনও দেরি না করে যোগ দিয়েছেন সতীর্থদের সঙ্গে। লম্বা বিরতির কারণে ফিটনেসের ঘাটতি টের পাচ্ছেন তিনি, 'এখনও শতভাগ ফিট নই। তবে আশা করছি এক সপ্তাহের মধ্যেই হয়ে যাব। আমার মনে হয় এ মুহূর্তে আমি ৮০ শতাংশ ফিট রয়েছি।'

ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার পার্থক্য অনেক। শীত প্রধান দেশ থেকে ফিরে তাই কিছুটা সমস্যায় পড়েছেন জামাল, 'অনুশীলনে ফিরে ভালো লাগছে কিন্তু গরম লাগছে। ডেনমার্কে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শীত আছে। ব্যক্তিগত অনুশীলন আর দলীয় অনুশীলন আলাদা। ব্যক্তিগত অনুশীলন রানিং, জিম, ফিটনেস এই সব। দলের সঙ্গে অনুশীলন করলেন টিম কম্বিনেশন, এগুলো আলাদা।'

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ কারণেই শনিবার থেকে শুরু হয়েছে অনুশীলন। নেপালের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয় ঝরে অধিনায়কের কণ্ঠে, 'আমরা নিজেদের সর্বোচ্চটা দিতে চাই। আশা করি দুটি ম্যাচই জিতব। (এসএ গেমসে নেপালের কাছে হার) ওটা অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ ছিল। এ দুইটা ম্যাচ ভালো করতে হবে। না হলে মানুষ, গণমাধ্যম বলবে... জাতীয় দল পারফর্ম করতে পারে না। সবাই বিষয়টা জানে।'

করোনাভাইরাসের কারণে এ বছর অনুষ্ঠিত হবে না ২০২২ কাতার বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচ। অবশ্য আগামী বছরের শুরুতেই কাতার ম্যাচ দিয়ে শুরু হতে পারে বাংলাদেশের বাকি খেলাগুলো। নেপালের বিপক্ষে ম্যাচ দুটি জামালের জন্য তাই প্রস্তুতির মঞ্চ। জানালের ভাষায়, 'সামনে তো শুনলাম কাতার ম্যাচ। এই দুইটা ম্যাচ প্রস্তুতির জন্য ভালো। এর আগে আমরা ভুটানের সঙ্গে খেলেছি এবং পরে কাতার ও ভারতের বিপক্ষে ভালো পারফর্ম করেছি।'

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

45m ago