হারলেন তাবিথ, বাফুফের সহ-সভাপতি মহি

mohiuddin mohi final
ছবি: ফেসবুক

পুনরায় অনুষ্ঠিত হওয়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়ালকে হারিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের মহিউদ্দিন আহমেদ মহি।

চারটি সহ-সভাপতি পদের একটির জন্য শনিবার পুনরায় ভোটগ্রহণ হয়। রাজধানীর একটি হোটেলে হওয়া নির্বাচনে বাফুফের ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ১৩০ জন ভোট দেন। তাতে মহি জয়ী হন চার ভোটের ব্যবধানে। তিনি পেয়েছেন ৬৭ ভোট, তাবিথের মিলেছে ৬৩ ভোট।

বাফুফের আগের দুই কমিটিতেও সহ-সভাপতি ছিলেন মহি ও তাবিথ। তবে এবার কেবল মহি টিকলেন। বিদায় নিতে হলো তাবিথকে।

গত ৩ অক্টোবরের বাফুফে নির্বাচনে মহি ও তাবিথ সমান ৬৫টি করে ভোট পেয়েছিলেন। সহ-সভাপতি পদের বাকি তিনটিতে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ইমরুল হাসান (৮৯), কাজী নাবিল আহমেদ (৮১) ও আতাউর রহমান ভূঁইয়া মানিক (৭৫)। তারা সবাই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, সবশেষ নির্বাচনে জয়জয়কার ছিল সম্মিলিত পরিষদের। সভাপতি, সিনিয়র সহ-সভাপতিসহ মোট ২১টি পদের ১৪টিতেই জয়ী হন তাদের প্রার্থীরা।

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

1h ago