নোয়াখালীতে অটোরিকশা থামিয়ে বাবাকে পিটিয়ে মেয়েকে ধর্ষণচেষ্টা
নোয়াখালীর সেনবাগে অটোরিকশা থামিয়ে বাবাকে পিটিয়ে মেয়েকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার সকালে ওই নারীর বাবা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, গতকাল সন্ধ্যায় ফেনীর দাগনভূঁঞা থেকে বাবার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় নোয়াখালীর সেনবাগে যাচ্ছিলেন ওই তরুণী। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বড়চারীগাঁও পৌঁছালে তিন দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করার চেষ্টা করে। রিকশাচালক বিষয়টি টের পেয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন। মেয়েকে বাঁচাতে বাবা এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। অপহরণের পর ধর্ষণের চেষ্টা হলে ওই নারীর স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সেনবাগ থানার উপপরিদর্শক মো. আল আমিন বলেন, ‘পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।’
Comments