বড় মঞ্চের কঠিন বাস্তবতা টের পাচ্ছেন আকবর

জুনিয়র পর্যায় থেকে সিনিয়রদের সঙ্গে খেলার বড় একটা ফারাক তাই চোখে পড়েছে আকবরের
akbar ali

যুব বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে আলোড়ন তুলেছিলেন আকবর আলিরা। আগামীর বাংলাদেশের বড় তারকা হিসেবে ভাবা হচ্ছিল তাদের। তবে সেই পথে যেতে যে এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি তা দেখা গেছে প্রেসিডেন্ট’স কাপে। আকবরও বুঝতে পারছেন এক ধাপের সঙ্গে আরেক ধাপের কতটা তফাৎ।

বিসিবির প্রেসিডেন্ট’স কাপ প্রস্তুতিমূলক ওয়ানডে আসরে দুই ম্যাচ খেলেছিলেন আকবর। ২ ও ১ রান এসেছে তার ব্যাটে। যুব বিশ্বকাপজয়ী দলের তৌহিদ হৃদয় আর মাহমুদুল হাসান জয় দেখিয়েছেন কিছুটা নৈপুণ্য।

জুনিয়র পর্যায় থেকে সিনিয়রদের সঙ্গে খেলার বড় একটা ফারাক তাই চোখে পড়েছে আকবরের,  ‘আমার মনে হয় পার্থক্যটা ইন্টেনসিটির। আর এখানে প্রতিযোগিতার ধাপ অনেক বড়। কেননা এখানে বয়সের তো সীমাবদ্ধতা নেই আর সিনিয়রদের সঙ্গে আমরা খেলছি। এখানে আমাদের আরেকটু লড়াই করতে হবে।’

ব্যক্তিগতভাবে আশা জাগানো কিছু করতে পারেননি আকবর। তবে প্রেসিডেন্ট’স কাপ খেলে অনেক লাভ দেখছেন এই তরুণ, ‘ব্যক্তিগতভাবে কঠিন অভিজ্ঞতা ছিল। কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। যেমন আমার দলে তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় ভাই ছিলেন। তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। তারাও তাদের অনেক ভাল ভাল চিন্তা দিয়েছে। আমি আশা করি তাদের সেই কথাগুলো, সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারব।’

হাই পারফরম্যান্স স্কোয়াডের ক্যাম্পে নিবিড় অনুশীলন চলছে আকবরদের। নতুন কোচ টবি রেডফোর্ডের অধীনে নিজেদের তৈরি করার মিশন তাদের, ‘দুই দিন হলো (নতুন কোচের সঙ্গে কাজ। এখনি বলাটা কঠিন। তবে দুই দিনে তিনি ব্যাটিং নিয়ে কাজ করেছেন। আমাদের ভিডিওগুলো দেখছেন। দেখে হয়ত একটা গাইডলাইন দেবেন।’

 

 

Comments

The Daily Star  | English

Equity funds from foreign investors dip

Bangladesh received 41 percent lower equity capital from foreign investors in fiscal year (FY) 2022-23 compared to a year ago

2h ago