শীর্ষ খবর

জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ৩ মামলা, গ্রেপ্তার ৫

মসজিদের ভেতর ঢুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে আবু ইউসুফ শহিদুন্নবী জুয়েলকে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আজ শনিবার বিকালে পাটগ্রাম থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছবিটি ফেসবুক থেকে নেওয়া

মসজিদের ভেতর ঢুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে আবু ইউসুফ শহিদুন্নবী জুয়েলকে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আজ শনিবার বিকালে পাটগ্রাম থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত আজ শনিবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘অন্যদের গ্রেপ্তারের স্বার্থে এই পাঁচ জনের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে, তারা সকলে নামীয় আসামি। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরসঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

পুলিশ জানায়, নিহত আবু ইউসুফ শহিদুন্নবী জুয়েলের চাচাতো ভাই সাইফুল আলম বাদী হয়ে শতাধিক নামীয় ও শতশত অজ্ঞাত ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেন।

সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর আঘাত করে আহত করায় পুলিশের পক্ষে ওই থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বাদী হয়ে অর্ধ শতাধিক নামীয় ও শতশত অজ্ঞাত ব্যক্তির নামে আরেকটি মামলা করেন।

অন্যদিকে ইউনিয়ন পরিষদ ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে অর্ধ শতাধিক নামীয় ও শতশত অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অন্য মামলাটি করেন।

ওসি সুমন কুমার মহন্ত দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় কোরআন অবমাননার অভিযোগের গুজব ছড়িয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী বুড়িমারী বাজারে আবু ইউসুফ শহিদুন্নবী জুয়েল (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। জুয়েল ও তার বন্ধু আবু জোবায়ের সুলতান আব্বাস একটি মোটরসাইকেলে চড়ে বুড়িমারী এসেছিলেন ঘুরতে। বুড়িমারী ইউনিয়ন পরিষদের পাশে বুড়িমারী কেন্দ্রীয় মসজিদে আসরের নামায আদায় করেন। নামাযের পর তিনি ওই মসজিদের খাদেম জোবেদ আলীকে সঙ্গে নিয়ে মসজিদের বুকসেলফে রাখা কোরআন ও হাদিস পুস্তক দেখছিলেন। এসময় অসাবধানতা বসত একটি কোরআন বুকসেলফ থেকে পড়ে গেলে উপস্থিত খাদেম ও পাঁচ মুসল্লি চিৎকার শুরু করেন। পরবর্তীতে কোরবান অবমাননার অভিযোগের গুজব ছড়িয়ে পড়লে এ নির্মম ঘটনা ঘটে।’

‘আমরা জুয়েলকে রক্ষার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তার বন্ধুকে রক্ষা করতে পেরেছি। তাকে বর্তমানে পুলিশ হেফাজতে রেখে একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছি,’ যোগ করেন ওসি।

তিনি আরও বলেন, ‘কয়েক হাজার মানুষ ইট-পাথর ও লাঠি নিয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। পুলিশের ওপর হামলা চালিয়ে ইউনিয়ন পরিষদ ভাংচুর করে জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহটি আগুনে পুড়িয়ে দেয়।’

এ ঘটনায় গতকাল থেকে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত টিম মাঠে কাজ করছে। এ টিমের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) টি এম এ মোমিন। অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) রবিউল ইসলাম ও পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন নাহার।

আগামীকাল রোববার এ তদন্ত টিমকে তদন্ত রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আবু জাফর।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ময়নাতদন্ত ও ডিএনএ শনাক্তে নিহত জুয়েলের দেহের ধ্বংসাবশেষ সংরক্ষণ করে শুক্রবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত জুয়েল রংপুর শহরের শালবন এলাকার মৃত আবু ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্টে পড়ালেখা করেছিলেন।

আরও পড়ুন:

লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনা তদন্তে কমিটি

জুয়েলের মরদেহের অপেক্ষায় শোকার্ত পরিবার

রংপুরে জুয়েলের গায়েবানা জানাজা সম্পন্ন

Comments

The Daily Star  | English
2712 Compete for 300 Seats in national polls 2024

12th national election: 2,713 aspirants to vie for 300 seats

A total of 29 registered political parties have nominated their candidates for the election scheduled for January 7

2h ago