দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা
তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর রেজিস্ট্রার ডা. মাসুদ খান ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা দায়ের করার পরে কর্মবিরতির ঘোষণা আসে।
তাদের তিন দাবি হলো— ডা. মাসুদ খানের দায়ের করা প্রহসনমূলক মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা; ডা. মাসুদ খানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচার করা অসত্য তথ্যের জন্য মানহানির বিচার করা।
গত ৩০ অক্টোবর ডা. মাসুদ খান অ্যাসোসিয়েশনের সভাপতি সজল পান্ডে ও সাধারণ সম্পাদক ডা. তরিকুল ইসলামের নাম উল্লেখ করে এবং অন্তত ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গতকাল দুপুর ২টার দিকে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি থেকে ডা. মাসুদ খানের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ এনে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি ও কর্মবিরতিপত্র দেন ইন্টার্ন চিকিৎসকরা।
দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি পালন করায় ভেঙে পড়েছে চিকিৎসা সেবা। মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা বলেন, ‘বিকাল থেকে ইন্টার্ন বা অন্য কোনো চিকিৎসক খোঁজ নেয়নি।’
Comments