মেসিকে সামলানো কঠিন: সেতিয়েন

বার্সেলোনার কোচের দায়িত্বে সাত মাসও টিকতে পারেননি কিকে সেতিয়েন। শিরোপাবিহীন মৌসুমে ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে গত অগাস্টে তাকে ছাঁটাই হতে হয়। বিশ্বের অন্যতম সেরা ক্লাবটিতে কেমন কেটেছিল তার দিনগুলো? কেমন ছিল কিংবদন্তি লিওনেল মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা?
এসব প্রশ্নের উত্তর আন্দাজ করতে কষ্ট হওয়ার কথা নয়। তারপরও শুনুন সেতিয়েনের মুখে, ‘বার্সেলোনায় আমি নিজের মতো করে থাকতে পারিনি।… মেসিকে সামলানো কঠিন।’
গত জানুয়ারিতে আর্নেস্তো ভালভার্দের বিদায়ের পর স্প্যানিশ পরাশক্তি বার্সার দায়িত্ব নিয়েছিলেন রিয়াল বেতিসের সাবেক কোচ সেতিয়েন। দুপক্ষের মধ্যে চুক্তি হয়েছিল আড়াই বছরের। কিন্তু মেয়াদ শেষের অনেক আগে সরে যেতে হয় তাকে। একের পর এক ছন্নছাড়া পারফরম্যান্স তো ছিলই, খেলোয়াড়দের সঙ্গেও তার বনিবনা হচ্ছিল না। বিশেষ করে, তার সহকারী এদার সারাবিয়ার সঙ্গে বার্সা তারকাদের সম্পর্ক রূপ নিয়েছিল তিক্ততায়।
এরপর লিসবনের সেই বিভীষিকাময় রাত! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এক লেগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয় বার্সেলোনা। এমন বিব্রতকর হারের পর সরিয়ে দেওয়া হয় সেতিয়েনকে। পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হন বার্সারই সাবেক তারকা ফুটবলার রোনাল্ড কোমান।
নির্ধারিত সময়ে আগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় চার মিলিয়ন (৪০ লাখ) ইউরো দাবি করেছেন সেতিয়েন। তাছাড়া, ছাঁটাইয়ের কাগজপত্র ঠিকভাবে বুঝে না পাওয়ায় গত মাসে বার্সেলোনার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণাও দেন তিনি। তার অভিযোগ, বারবার সুরাহা করার অনুরোধ করলেও তার কথাকে আমলেই নিচ্ছে না ক্লাব কর্তৃপক্ষ।

অবশেষে ছাঁটাই হওয়ার দুই মাস পর প্রথমবারের মতো সংক্ষিপ্ত কিন্তু ঘটনাবহুল বার্সা অধ্যায় নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন সেতিয়েন। রবিবার স্প্যানিশ গণমাধ্যম এল পাইস প্রকাশ করেছে তার সাক্ষাৎকার। তার সঙ্গে আলাপে অংশ নেন স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্ক।
সেতিয়েনের সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য।
বার্সেলোনায় যেমন ছিলেন
অবশ্যই না। আমি নিজের মতো করে থাকতে পারিনি। সেখানকার বাস্তবতা আমি বুঝে উঠতে পারিনি কিংবা আমি জানতাম না। যখন বার্সার মতো বড় আকারের একটি ক্লাবের সঙ্গে আপনি চুক্তিবদ্ধ হবেন, আপনাকে বুঝতে হবে যে, বিষয়গুলো সহজ হবে না, যদিও আপনার দলে বিশ্বে সেরা খেলোয়াড়রা থাকবে।
আমি বড় আকারের রদবদল আনতে পারতাম। কিন্তু এত অল্প সময়ের মধ্যে, যেমনটা আমার ক্ষেত্রে ঘটেছে, কোনোকিছু ঠিক করা সম্ভব নয়। এমন কিছু ঘটনা ঘটেছিল, যেসব ক্ষেত্রে অন্য কোথাও থাকলে বা অন্য পরিস্থিতিতে থাকলে, আমি ভিন্ন আচরণ করতাম।

বার্সেলোনার ড্রেসিং রুমের সঙ্গে বাকি দলগুলোর পার্থক্য
বার্সায় যে অভিজ্ঞতা হয়েছে, তা অসাধারণ। আমার অনন্য কিছু অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। আমি খেলোয়াড়দের বলেছিলাম যে, আমি এরকম ড্রেসিং রুমে কখনো থাকিনি, যেখানে বিশ্বের সেরা সব ফুটবলার রয়েছে।
মেসির প্রতি মুগ্ধতা
আমি মনে করি, মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। আরও অনেক খেলোয়াড় রয়েছে, যারা অসাধারণ। কিন্তু সে বছরের পর বছর ধরে অনন্য ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে। এমনটা আর কেউ করে দেখাতে পারেনি।
মেসিকে সামলানো
লিওকে সামলানো কঠিন। তারা (বার্সা) যেখানে এত বছর ধরে তাকে তার মতো করে গ্রহণ করেছে এবং বদলাতে চায়নি, সেখানে আমি তাকে পাল্টানোর কে!
আরও একটি বিষয় রয়েছে যা আসলে ঠিক খেলোয়াড়সুলভ নয় এবং সেটা নিয়ন্ত্রণ করা আরও বেশি কঠিন। অনেক বেশিই। অনেক অ্যাথলেটের মধ্যে সহজাত কিছু ব্যাপার থাকে। ফলে আপনি এমন কিছু দেখতে পাবেন, যা প্রত্যাশিত নয়।
মেসির ব্যক্তিত্ব
সে খুবই চাপা স্বভাবের। কিন্তু সে আপনাকে সেটাই দেখাবে, যা সে নিজে চায়। সে স্বল্পভাষী।... ক্লাব ছাড়ার পর আমি স্পষ্টভাবে ভেবেছি যে, এমন কিছু সময় ছিল যখন আমি ভিন্ন সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু আপনার ঊর্ধ্বে একটা জিনিস থাকে- সেটা হলো ক্লাব। এটা সভাপতি, খেলোয়াড়, কোচ সবার ঊর্ধ্বে। ক্লাব ও ভক্ত-সমর্থকরা।
বায়ার্নের কাছে হার
এটা আপনাকে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত করবে। বার্সার ওই হারের সঙ্গে আপনিও ইতিহাসের পাতায় ঠাঁই পেয়ে যাবেন। এর কতখানি দায়ভার আমার তা ধারণা করতে পারি। কিন্তু ছাঁটাই হওয়ার পর জেনেছি যে, ৮-২ স্কোরলাইনের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল।
Comments