বেড়িবাঁধ ভেঙে ফেনীর ৫টি গ্রামে আকস্মিক বন্যা
ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধের দুটি জায়গায় ভাঙনের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে উপজেলার সদর ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।
আজ রোববার পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপপ্রকৌশলী মো. নূর নবী দ্য ডেইলি স্টারকে জানান, ‘সকালে মুহুরী ও কহুয়া নদীর পানি বিপৎসীমার প্রায় দুই ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুরে পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ করা গেছে।’
পানি উন্নয়ন বোর্ড জানায়, গত রাতে হঠাৎ উজানের পানি আসায় মহুরী ও কহুয়া নদী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এ সময় সদর ইউনিয়নের উত্তর দৌলতপুরে মুহুরী ও দক্ষিণ দৌলতপুরে কহুয়া নদীর বেড়িবাঁধে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর ও দক্ষিণ দৌলতপুর, কিসমত ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও বৈরাগপুর গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে সড়ক এবং আমন ও সবজির খেত।
উপজেলা কৃষি কর্মকর্তা মোমনুল ইসলাম বলেন, ‘বন্যায় পাঁচটি গ্রামের ১০৫ হেক্টর রোপা আমন ধানের খেত এবং ছয় হেক্টর সবজির খেত তলিয়ে গেছে। এখনো পুরোপুরি ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।’
Comments