নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ট্রাম্প-বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে এসে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে আগাম ভোটে এবার শত বছরের রেকর্ড ভেঙেছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত দেশটির নয় কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছে। দেশটিতে মোট ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি।
জনমত জরিপে জো বাইডেন এগিয়ে থাকলেও চার বছর আগের নির্বাচনে বিশ্লেষকদের নিশ্চিত রায় ভুল হওয়ায় এখনো নির্দ্বিধায় কোনো ধরনের পূর্বাভাস বা ভবিষ্যদ্বাণী করছেন না বিশ্লেষকরা।
এবারের নির্বাচনে বিজয়ী না হলে ১৯৯২ সালের পর ট্রাম্পই হবেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে না পারা প্রথম ব্যক্তি। এর আগে, ১৯৯২ সালে সাবেক প্রেসিডেন্ট সিনিয়র বুশের ক্ষেত্রে এমনটি ঘটেছিল।
তবে, গতবারের মতো সব সমীকরণ উল্টে দিতে এবারও পিছিয়ে থাকা রাজ্যগুলোতে শেষ দুইদিন ব্যাপক প্রচারণা চালাবেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার ও সোমবার প্রতিদিন পাঁচটি করে দুই দিনে মোট ১০টি সমাবেশ করবেন তিনি।
রোববার মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও ফ্লোরিডায় কর্মসূচি শেষে সোমবার নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া, উইনসকনসিন ও মিশিগানের দুইটি ভেন্যুতে সমাবেশে অংশ নেওয়ার কথা আছে প্রেসিডেন্ট ট্রাম্পের।
শনিবার ট্রাম্প আবারও সতর্ক করেন যে, পেনসিলভেনিয়ার মতো রাজ্যে মেল-ইন ভোট গণনা শেষ করে মঙ্গলবার রাতের মধ্যে হয়তো নির্বাচনের ফলাফল জানা যাবে না।
নিউটাউনে তিনি বলেন, ‘আমি মনে করি পেনসিলভেনিয়া খুব বড় হওয়ার কারণে এটি হতে পারে।’
অন্যদিকে, নির্বাচনী প্রচারণায় করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার খতিয়ানই তুলে ধরেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন।
প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগেও মহামারিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে পাঁচ লাখের বেশি করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড গড়েছে।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৯১ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় মারা গেছেন ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।
রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন জো বাইডেন।
জনমত জরিপে জো বাইডেন এগিয়ে থাকলেও পর্যবেক্ষকরা বলছেন, ডেমোক্র্যাটদের আগাম ভোট বেশি পড়ায় এবার নির্বাচনের দিন ভোট বেশি পড়বে রিপাবলিকানদের। তাই নির্বাচনী ফল নিয়ে এখনই নির্দ্বিধায় কিছু বলা যাচ্ছে না।
Comments