দুশ্চিন্তায় পড়ে গেছেন কোমান
ফুটবল ক্লাব বার্সেলোনার অবস্থা যখন কোণঠাসা, সে অবস্থায় দলটির দায়িত্ব নিয়েছিলেন রোনাল্ড কোমান। মাঠে এবং মাঠের বাইরে নানা কাণ্ডের পরও এতোদিন বেশ স্বাভাবিক ছিলেন। কিন্তু দলের সাম্প্রতিক পারফরম্যান্সে দুশ্চিন্তায় পড়ে গেছেন এ ডাচ কোচ। আগের দিন অপেক্ষাকৃত দুর্বল আলাভেসের সঙ্গে হোঁচট খাওয়ার পর সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করেছেন এ ডাচ কোচ।
আগের দিন আলাভেসের মাঠে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিকদের একটি গোল উপহার দেন বার্সেলোনা গোলরক্ষক নেতো। পিকের ব্যাকপাস ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। তার কাছ থেকে বল কেড়ে জালে প্রবেশ করান রিওজা। কিন্তু তারপরও জয়ের সম্ভাবনা ছিল তাদের। সুযোগও তৈরি করেছিল যথেষ্ট।
মোট ২৫টি শট নিয়েছিল বার্সেলোনা। যার ৯টিই ছিল লক্ষ্যে। এক লিওনেল মেসিই শট নিয়েছেন ১০টি। কিন্তু গোলের দেখা পেয়েছেন মাত্র ১টি। এর মধ্যে বেশ কিছু সহজ সুযোগও ছিল। হয় ফরোয়ার্ডদের ব্যর্থতা অন্যথায় প্রতিপক্ষ গোলরক্ষক ফেরার্নাদো পাচেচোর অসাধারণ সেভ, দুই মিলে টানা চার ম্যাচ জয়হীন কাতালানরা।
আর এমন ম্যাচের পর তাই স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পরে গেছেন কোমান, 'আমি আমাদের আক্রমণভাগের পারফম্যান্স ছিল চিন্তায় আছি। এটা কোনো মনোভাব বা একাগ্রতার সমস্যা নয়, এটা গোলের সামনে আরও নিশ্চিত হতে না পারা নিয়ে প্রশ্ন... আমাদের গোলের সামনে আরও ভালো পারফরম করতে হবে। শেষ পাসে এবং শেষ শটে। আমাদের এতো মিস করতে পারি না। আমরা আজ অনেক বেশি মিস করেছি।'
এর আগে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে জয় তুলে নিলেও অনেক সুযোগ নষ্ট করেছিল দলটি। সে উদাহরণ টেনে এ কোচ আরও বলেন, 'এটা জুভেন্টাসের বিপক্ষেও হয়েছে এবং আজও হলো। এর মধ্যে আবার আমরা তাদের একটি গোল উপহার দিয়েছি। কিন্তু যদি আমরা এতো বেশি সুযোগ তৈরি করতে পারি, তাহলে আমাদের এতো মিস করা ঠিক না। এতো সুযোগ তৈরি করে মাত্র একটা গোল, এটা ভালো নয়।'
তবে নিজেকে কিছুটা সান্ত্বনা দিচ্ছেন দল সুযোগ তৈরি করতে পারছে বলে, অন্যথায় দুশ্চিন্তা আরও বাড়তে বলে জানান কোমান, 'অবশ্যই আমি খুব চিন্তিত কারণ শেষ চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট পেয়েছি। আমার মনে হওয়া তারা স্বাভাবিকভাবে খেলেছে, সন্তোষজনক হয়েছে। আমি আরও বেশি চিন্তিত হতাম যদি আমরা সুযোগ তৈরি করতে না পারতাম।'
Comments