অবশেষে সাড়ে ১৫ কোটির মূল্য বুঝালেন কামিন্স
সাড়ে ১৫ কোটি রুপি দাম হাঁকিয়ে প্যাট কানিন্সকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু অস্ট্রেলিয়ান এই পেসার প্রত্যাশার কাছাকাছিও কিছু করতে পারছিলেন না। প্রভাব ফেলার মতো উইকেট নেই, দেদারসে মারও খাচ্ছিলেন। অবশেষে দলের বাঁচা-মরার দিনে সেরা নৈপুণ্য নিয়ে হাজির হতে দেখা গেল তাকে।
রোববার রাতে রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা বেশ ভালোভাবেই জিইয়ে রেখেছে কলকাতা। দলকে জেতাতে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে কামিন্স।
অথচ শুরুতে ইঙ্গিত দিল আরেকটি বাজে দিনেরই। কলকাতার ১৯১ রান টপকাতে গিয়ে কামিন্সের প্রথম বলেই ছক্কা মারেন রবিন উত্থাপা। স্ট্রাইক পেয়ে তাকে স্কুপে ছক্কায় উড়ান বেন স্টোকসও। ৫ বলেই চলে আসে ১৯ রান। শেষ বলে আরেকটি বাউন্ডারির নেশায় আউট হয়ে যান উত্থাপা। এরপরই বদলাতে থাকে ছবি।
রাজস্থানের ব্যাটসম্যানরা অতি মারমুখি ভূমিকা নিলে সুবিধা হয়ে যায় কামিন্সদের। কামিন্সের দারুণ এক বলে উড়াতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন স্টোকস। অধিনায়ক স্মিথ রান বের করতে গিয়ে উইকেটে টেনে হয়ে যান বোল্ড। ৩২ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে তুলে নেন ডানহাতি পেসার। আরেক পাশে শিভম মাভি সঞ্জু স্যামসনকে ফেরালে খেলায় ছিটকে যায় রাজস্থান। নিজের প্রথম স্পেলের শেষ বলে রিয়ান পরাগকেও আউট করে দিয়ে রাজস্থানের মনোবল ভেঙ্গে দেন কামিন্স।
ম্যাচ সেরা হয়ে কামিন্স পরে জানালেন প্রথম ওই ওভারের পর অনেক কিছু ঘুরছিল তার মাথায়, ‘অনেক কিছু ঘুরছিল তখন। প্রথম কিছু বল ভাল ছিল না। যত দ্রুত সেরা ছন্দে ফিরতে পারি সেটার অপেক্ষায় ছিলাম। অফ স্টাম্পের উপরে বল ফেলা সব সময় আমার সেরা জায়গা। আমি চেষ্টা করেছি যত বেশি সম্ভব ওই জায়গায় রাখতে। আমার মনে হয় টুর্নামেন্টের শুরুতে নিজের উপর অনেক চাপ নিয়ে ফেলেছিলাম। এখন কিছুটা স্বস্তিতে খেলতে পারছি।’
Comments