জুয়েল হত্যা: গ্রেপ্তার ৫ আসামির রিমান্ড আবেদন শুনানি আজ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী বুড়িমারীতে মসজিদের ভেতর ঢুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে শহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনার গ্রেপ্তারকৃত পাঁচ আসামির প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।
ছবিটি ফেসবুক থেকে নেওয়া

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী বুড়িমারীতে মসজিদের ভেতর ঢুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে শহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনার গ্রেপ্তারকৃত পাঁচ আসামির প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।

আজ সোমবার লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল বিচারক ফেরদৌসী বেগমের আদালতে এই রিমান্ড আবেদনের শুনানি হবে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী।

গ্রেপ্তারকৃত পাঁচ জন হলেন— রফিক ইসলাম (২০), আশরাফুল আলম (২২), বায়েজিদ (২৪), মাসুম আলী (৩৫) ও শফিকুল ইসলাম (২৫)। তারা সবাই পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার বাসিন্দা।

গত ২৯ অক্টোবর সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নিহতের চাচাত ভাই সাইফুল আলম বাদী হয়ে ৩১ অক্টোবর একটি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিরই পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী।

জুয়েলের বাড়ি রংপুর শহরের শালবাগান মিস্ত্রীপাড়া এলাকায়। তার বাবা মৃত আবদুল ওয়াজেদ মিয়া। জুয়েল রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়ে পড়ালেখা করেছেন। তার স্ত্রী ও এক কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে।

এ ঘটনায় নিহত জুয়েলের চাচাত ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার এসআই শাহজাহান আলী ও বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে আলাদা তিনটি মামলা দায়ের করেছেন। ঘটনাস্থলের ভিডিও দেখে আসামি শনাক্ত করে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন:

কোরআন অবমাননার প্রমাণ পায়নি মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

জুয়েলকে হত্যার ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন

জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ৩ মামলা, গ্রেপ্তার ৫

লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনা তদন্তে কমিটি

জুয়েলের মরদেহের অপেক্ষায় শোকার্ত পরিবার

রংপুরে জুয়েলের গায়েবানা জানাজা সম্পন্ন

Comments