আগামী বছর ২২ দিন সাধারণ ছুটির ৮ দিন শুক্র ও শনিবার
আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশে ২২ দিন ছুটির মধ্যে আট দিন পড়বে সাপ্তাহিক ছুটির দিনে। অর্থাৎ, শুক্রবার এবং শনিবারে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০২১ সালের সরকারি ছুটি অনুমোদিত হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব জানান, ২০২১ সালে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে আট দিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়বে।
ঈদুল ফিতরের পরের দিন এবং শব-ই-মেরাজে সরকারি নির্বাহী আদেশে ছুটি পালিত হয়। এই দিনগুলো শনিবার ও শুক্রবারে পড়বে। চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও ধারণা করা হচ্ছে আগামী বছর ঈদুল ফিতর ১৪ মে (শুক্রবার) এবং ঈদুল আজহা ২১ জুলাই (বুধবার) হবে।
হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম উত্সব বিজয়া দশমী হবে ১৫ অক্টোবর (শুক্রবার)।
Comments